বাহন কথা
সিংহ বলে দুগ্গা মাগো
বলছি তোমায় আজ,
সেই কোন যুগ থেকে
করছি একই কাজ।
আছে কত বাহারি যান
দারুন তাদের সাজ,
এবার মাগো ছাড়ো আমায়
করি জঙ্গলেতে রাজ।
ময়ূর ভায়া কাঁদছে
দেখ তার দুর্দশা,
যুগ যুগান্ত কার্তিক যে
তার পিঠেতেই বসা।
রকমারি বাইকে কেন
চাপছ না গো গুরু
আমি তবে পেখম মেলে
নাচতে করি শুরু।
প্যাঁকপ্যাঁকানি ঘুচেছে মোর
বলছে কেঁদে হাঁস,
কাটাচ্ছি এই জীবন খানা
হয়েই তোমার দাস।
ছাড়ো এবার মা জননী
পাখনা খানা মেলি,
মনের সুখে যাই জলেতে
করি জল কেলি।
প্যাঁচার কথা কেউ ভাবে না
লক্ষীর কি ঝোক,
সূয্যি মামা উঠল মাথায়
কেমনে মেলি চোখ?
অভাব তোমার নেই তো কিছুই
পথ কেন আগলাও?
ঘুমাই আমি মনের সুখে
বিদায় এবার দাও।
বিশালাকার বপু তোমার
মুসিক বাহন আমি,
বাগাও এবার মায়ের কাছে
গাড়ি খানা দামী।
বলছে সবাই দুহাত জুড়ে
ছুটি এবার চাই,
আনন্দেতে হেসে খেলে
ঘরে মোরা যাই।